আজকাল ওয়েবডেস্ক: বরাবরই তিনি সকলকে চমক দিতে পছন্দ করেন। আর এবার তিনি চিরাচরিত রীতি থেকে বাইরে বেরিয়ে এসে নতুন দিক তুলে ধরলেন। নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, বিশ্বের সকল হার্ডওয়ার এবং সফটওয়ার ইঞ্জিনিয়াররা যেন তার সঙ্গে যোগদান করেন। যে ডিজিটাল প্ল্যাটফর্ম তিনি তৈরি করতে চাইছেন সেখানে সকল বিশেষজ্ঞদের তিনি এক ছাতার তলায় আনতে চাইছেন। সেখানে কোনও ডিগ্রি তার দরকার নেই। কোনও স্কুল-কলেজ বা বড় কোনও নামের তিনি ধার ধারেন না। তার দরকার শুধু কোড। সেটাই সকলকে দেখাতে হবে।
প্রথাগত শিক্ষা নিয়ে এই প্রথমবার মাস্ক প্রশ্ন তুলেছেন তা নয়। ২০১৪ সালে তিনি বলেছিলেন কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার কাছে কোনও দরকারি বিষয় নয়। যে ব্যক্তির গুন থাকবে সে কোনও ডিগ্রিতে সীমাবদ্ধ হয়ে থাকবে না। সমস্যা সমাধানের দক্ষতা থাকলেই সেই ব্যক্তির দাম তার কাছে অনেক বেশি।
মাস্কের বর্তমান টার্গেট হল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সফটওয়ার এবং হার্ডওয়ার ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে আসা। এদের সকলকে নিয়ে এসে তিনি এমন একটি টিম তৈরি করতে চান যেখানে তিনি শুধু কোড নিয়ে রাজত্ব করবেন। ভবিষ্যতে তিনি সকলকে নিয়ে তার নতুন পরিকল্পনায় যোগ দিতে চান।
মাস্কের কাছে সবথেকে বেশি দরকারি হল সকলের প্রয়োজনীয় অ্যাপ। এই অ্যাপকে তিনি সকলের কাছে পৌঁছে দিতে চান। বিশ্বের বাজারে তিনি নিত্যনতুন অ্যাপ তৈরি করতে চান যার ফলে যেকোনও লেনদেন, ই কমার্স এবং মাল্টিমিডিয়াতে বিপ্লব ঘটবে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা ধরণের বানিজ্যিক কাজও যাতে অ্যাপের দ্বারা করা যায় সেদিকেও জোর দিয়েছেন মাস্ক।
মাস্কের এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে ঝড় উঠেছে। অনেকে তার সমালোচনা করছেন আবার অনেকে একে সঠিক দিক হিসাবে বলছেন। কোড নিয়ে মাস্ক বরাবরই চিন্তাশীল। আগামী বিশ্বকে তিনি কোডের মধ্যে বন্দি করে রাখতে চান। সেই কাজে গতি দিতেই এবার কোমর বেঁধে নেমে পড়লেন মাস্ক।
