আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর লন্ডন শারদ উৎসব সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য উদযাপন করে। লন্ডনের হৃদয়ে বাংলার ছোঁয়া নিয়ে আসে। এবার পনেরো তম বছরে লন্ডন শারদীয়া উৎসব অনেকগুলি গুরুত্বপূর্ণ সংযোজনের মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে একটি দর্শনীয় ইভেন্ট হয়ে উঠবে বলে আয়োজকদের আশা। এই প্রথমবার পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে লন্ডন পুজো কমিটির কোনো সংগঠন আলো ব্যবহার করতে প্রস্তুত। অত্যাশ্চর্য চন্দননগর আলোকসজ্জায় বিশাল প্রবেশদ্বারটি সজ্জিত করা হবে। এবছরের সামগ্রিক থিম হল ‘দ্য সোল অফ বেঙ্গল ইজ দ্য হার্ট অফ লন্ডন।’ আলোকসজ্জা করছে চন্দননগরের সরকার ইলেকট্রিক্যালস। মনে রাখার মতো বিষয় যে এই প্রথম কোনও পুজো উদ্যোক্তা চন্দননগর থেকে লন্ডনের পুজোয় আলোকসজ্জা ব্যবহার করছে। জানান সংগঠনের তরফে সুরঞ্জন সোম।
