আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত কড়া পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) এর ২০০০ কর্মীকে বরখাস্ত করল হোয়াইট হাউজ। এছাড়াও ওই সংস্থারই কয়েক হাজার কর্মীকে সবেতন ছুটিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ফেডারেল বিচারক প্রশাসন- USAID কর্মীদের ছাঁটাই করার অনুমতি দেওয়ার পরই দ্রুততার সঙ্গে এই পদক্ষেপ করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর, একটি সরকারি নোটিশে বলা হয়েছে যে- প্রায় ২০০০ সরকারি মার্কিন পদ বাতিল করা হবে।
USAID কর্মীদের কাছে পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২৩ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট থেকে, ওই সংস্থায় সরাসরি নিযুক্ত সকল কর্মীদের ছুটিতে পাটানো হবে। তবে মিশন-ভিত্তিক প্রয়োজনীয় কাজ, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচিতে জড়িত ব্যক্তিরা এখনও কাজ চালিয়ে যাবেন।
ইতিমধ্যেই ইউএসএআইডির ওয়াশিংটন সদর দফতর বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বব্যাপী হাজার হাজার মার্কিন সাহায্য ও উন্নয়ন কর্মসূচিও বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর বাজেট সংস্কারক এলন মাস্কের দাবি, বিদেশি সাহায্য এবং উন্নয়নমূলক কাজ অপ্রয়োজনীয় ব্যয় এবং একটি উদার এজেন্ডাকে উৎসাহিত করে।
