আজকাল ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্ক গত বছর ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে অংশগ্রহণকালে কেটামিন, একস্ট্যাসি ও সাইকেডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক সেবন করেছেন। সূত্রের খবর, মাস্কের কাছে একটি পিলবক্স ছিল যাতে ২০টি ডোজ ছিল এবং তাঁর মাদক গ্রহণ ছিল 'মৌলিকভাবে অতিরিক্ত', যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে, বিশেষ করে মূত্রথলির সমস্যা দেখা দিয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই মাস্ক ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে মাস্ক “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি” (DOGE) থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে মাস্ককে দেখে অনেকেই মন্তব্য করেন, তিনি 'অত্যন্ত উচ্চমাদকগ্রস্ত' ছিলেন। কেউ লিখেছেন, “সে এতটাই হাই ছিল যে শেষ তিনটা স্পেসএক্স রকেটের থেকেও ওপরে।” তবে অনেকে মাস্ককে সমর্থন জানিয়ে বলেছেন, তিনি হয়তো কেবল ক্লান্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাস্কের একটি চোখে কালশিটে দাগও দেখা যায়। জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর এক পুত্র "লিটল এক্স" এর সঙ্গে মজা করছিলেন এবং বলেছিলেন, “আমাকে ঘুষি মারো,” এবং ছেলেটি সত্যিই তাঁকে ঘুষি মারে।
মাস্ক এখনো এই সাম্প্রতিক অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে মার্চ ২০২৪-এ ডন লেমনের একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, প্রতি দুই সপ্তাহে একবার সামান্য পরিমাণে কেটামিন সেবন করেন।
