আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী বিমান যথাসময়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।পরে বিমান দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। মঙ্গলবার মাঝরাত থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টার মধ্যে ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বুধবার বিমানবন্দরে কর্তৃপক্ষ এই খবর দেন। বিমানদুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।পরে সকাল আটটায় ডাইভার্ট বিমানগুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে অবতরণ করে। এর আগে গত সোমবার রাত থেকে সকাল পর্যন্তও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ২২ উড়ান ব্যহত হয়। ওইদিন ঘন কুয়াশার কারণে ১০টি যাত্রীবাহী বিমান ও ১টি কার্গো বিমানের উড়ান ডাইভার্ট হয়। পরে বিমানগুলি কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর ও ব্যাঙ্ককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে।