আজকাল ওয়েবডেস্ক: কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সরকারের নির্দেশে শুক্রবার রাত বারোটা থেকে কারফিউ জারি বাংলাদেশে। কারফিউয়ের জেরেই শনিবার সকাল থেকে বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশের চেহারা বদলে গেছে। শুনশান রাস্তাঘাট। ঢাকা সহ একাধিক শহরে রাইফেল হাতে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ। আজ এ পর্যন্ত অশান্তির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে হতাহতের সংখ্যা ক্রমেই বেড়েছে। এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন পাঁচশোর বেশি আন্দোলনকারী। অনেকেই ভর্তি আছেন হাসপাতালে। অশান্তির আঁচ যাতে না ছড়ায় বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা। রবিবার সকাল দশ'টা পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে। পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করবেন তিনি।
দেশের এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। রবিবার স্পেন ও ব্রাজিল সফরের কর্মসূচি ছিল তাঁর। দেশের এই উত্তাল পরিস্থিতিতে কর্মসূচি বাতিল করেছেন তিনি। এদিকে বাংলাদেশে ছাত্রদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে হতাহতের সংখ্যা ক্রমেই বেড়েছে। এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন পাঁচশোর বেশি আন্দোলনকারী। অনেকেই ভর্তি আছেন হাসপাতালে। অশান্তির আঁচ যাতে না ছড়ায় বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা। রবিবার সকাল দশ'টা পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে। পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করবেন তিনি।
দেশের এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। রবিবার স্পেন ও ব্রাজিল সফরের কর্মসূচি ছিল তাঁর। দেশের এই উত্তাল পরিস্থিতিতে কর্মসূচি বাতিল করেছেন তিনি। এদিকে বাংলাদেশে ছাত্রদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘও।
