আজকাল ওয়েবডেস্ক: কানাডায় জীবনযাত্রার খরচ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রধান শহরগুলিতে। অনেক ভারতীয় অভিবাসী, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে আসা ভারতীয়রা আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। আবাসন, খাদ্য এবং প্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে, নতুন বাসিন্দারা বিদেশে নিজেদের টিকিয়ে রাখার জন্য সৃজনশীল কৌশল অবলম্বন করছেন।
এরকম একটি পদ্ধতি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কানাডার ৩৭ বছর বয়সী এক মহিলা মনিক জেরেমিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর অপ্রচলিত আয়ের কৌশল শেয়ার করেছেন। যা সকলের মনোযোগ আকর্ষণ করেছে।
কোভিড অতিমারির লকডাউনের সময় আর্থিক কষ্ট এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন মনিক। যার মধ্যে ব্রেকআপ এবং আকস্মিক আয় কমে যাওয়াও ছিল। মনিক একটি অস্বাভাবিক সমাধানের দিকে ঝুঁকেছিলেন। তা হল নিজের বিছানার অর্ধেক ভাড়া দেওয়া।
একা ফ্ল্যাটের ভাড়া মেটাতে না পেরে, মনিক অনলাইনে সামান্য দরে ভাগ করে নেওয়া বিছানার ব্যবস্থার বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনকভাবে, এই প্রস্তাবটিতে অনেকেই আগ্রহ দেখান। 'হট বেডিং' নামে পরিচিত এই ধারণাটি তাঁকে প্রতি মাসে ৫০,০০০ ডলার পর্যন্ত আয় করতে সাহায্য করছে। যা তাঁকে অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক স্বস্তি প্রদান করেছে।
তিনি স্পষ্ট করে বলেন যে এই ব্যবস্থায় কঠোর নির্দেশিকা রয়েছে। উদাহরণস্বরূপ, আলিঙ্গনের মতো শারীরিক যোগাযোগ কেবল তখনই অনুমোদন যখন পারস্পরিক সম্মতি থাকবে।
যদিও কেউ কেউ ধারণাটিকে বিপজ্জনক এবং অনুপযুক্ত বলে উড়িয়ে দিয়েছেন। গোপনীয়তা এবং সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। যদিও একে সমর্থনও করেছেন অনেকে এবং এমনকি একই রকম অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। 'হট বেডিং'-এর প্রবণতা বিতর্কিত হলেও, জীবনযাত্রার ব্যয় পরিচালনার বিকল্প হিসেবে অনেকেই বেছে নিয়েছেন এটিকে। ইতিমধ্যেই এটি জনপ্রিয়তা লাভ করেছে।
