আজকাল ওয়েবডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় শনিবার একটি হিন্দু মন্দির ও একটি শিখ গুরুদ্বারায় খালিস্তানপন্থী গ্রাফিতি লেখার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সারে'র লক্ষ্মী নারায়ণ মন্দির এবং ভ্যাঙ্কুভারের খালসা দিবান সোসাইটি (রস স্ট্রিট গুরুদ্বারা)-র দেয়ালে এ ধরণের উস্কানিমূলক স্লোগান লেখা হয়।
খালসা দিবান সোসাইটির এক বিবৃতিতে জানানো হয়, “একটি ক্ষুদ্র খালিস্তানপন্থী গোষ্ঠী আমাদের পবিত্র স্থানে বিভাজনমূলক বার্তা লিখে গিয়েছে। এটি একটি উগ্রবাদী প্রচারের অংশ, যা কানাডীয় শিখ সমাজে আতঙ্ক ও বিভাজন ছড়াতে চায়।”
এ ঘটনায় কানাডীয় হিন্দু চেম্বার অব কমার্স, Coalition of Hindus of North America (CoHNA), এবং সংসদ সদস্য চন্দ্র আর্যা তীব্র নিন্দা জানিয়েছেন। চন্দ্র আর্যা এক্স-এ বলেন, “এটি হিন্দু মন্দিরে হামলার ধারাবাহিকতা। খালিস্তানি উগ্রপন্থীরা এখন রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক সহায়তায় আরও সাহসী হয়ে উঠেছে।”
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিভ অ্যাডিসন জানিয়েছেন, তারা তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
