আজকাল ওয়েবডেস্ক: গাজা সংকট নিয়ে ব্রিকস (BRICS) জোটের সদ্য ঘোষিত অবস্থান বিশ্বরাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১০টি উদীয়মান অর্থনীতির দেশের শীর্ষ সম্মেলনে গাজা উপত্যকাকে "অবিচ্ছেদ্যভাবে অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ডের অংশ" হিসেবে স্বীকৃতি দিয়ে ইজরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে প্যালেস্তাইনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
ব্রিকসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাসহ সমস্ত অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ড থেকে ইজরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের পরিপন্থীভাবে আটক সকল বন্দি ও জিম্মিকে মুক্তি দিতে হবে। ব্রিকস আরও বলেছে, প্যালেস্তাইনে ঐক্যবদ্ধ প্রশাসন গঠনের জন্য প্যালেস্তাইন অথরিটির (Palestinian Authority) নেতৃত্বে একটি সর্বসম্মত রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা জরুরি।
বিবৃতিতে জোটের দেশগুলি ইজরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হত্যাকাণ্ড এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার বিরুদ্ধে "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে। বিশেষ করে, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়াকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তারা ইজরায়েলকে তীব্রভাবে নিন্দা করেছে। ব্রিকসের মতে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: রোগ সারবে গোমূত্র দিয়েই! উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে তৈরি হবে ১৯টি ওষুধ!
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, "আমরা আর চুপ করে থাকতে পারি না। গাজায় যা ঘটছে, তা স্পষ্টতই এক গণহত্যা। ইজরায়েল কর্তৃক নিরপরাধ নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।" চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও অন্যান্য ব্রিকস সদস্যদের উপস্থিতিতে লুলার এই বক্তব্য বিশ্বমঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনে প্যালেস্তাইনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতির মাধ্যমে ব্রিকস জোট শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও একটি নতুন সমীকরণ সৃষ্টি করেছে। পশ্চিমা শক্তিবলয়, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির একপাক্ষিক অবস্থানের বিপরীতে এই বিবৃতি একটি বিকল্প বৈশ্বিক কণ্ঠস্বর গঠনের ইঙ্গিত দেয়। গাজা নিয়ে ইজরায়েলি সেনা অভিযানে ইতিমধ্যেই ৩৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এবং মানবিক সহায়তা প্রায় সম্পূর্ণরূপে থমকে গেছে। এই প্রেক্ষাপটে ব্রিকসের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
