আজকাল ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশে রবিবার সকাল থেকেই নজর ছিল সুপ্রিম-শুনানির দিকে। অশান্তি, কারফিউর মধ্যেই রবিবার সকালে সে দেশের সর্বোচ্চ আদালতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মামলার শুনানি শুরু হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, রায় কোটা সংস্কারের পক্ষে।

জানা গিয়েছে, এদিনের শুনানিতে ৯ আইনজীবীর মধ্যে ৮জনই হাইকোর্টের রায় বাতিলের পক্ষ নিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলও হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেন বলে জানা গিয়েছে। 

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর রবিবার হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবার থেকে আর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা নয়, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে সম্পূর্ন মেধার ভিত্তিতে। 

তবে কোটা থাকছে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ কোটা থাকছে মুক্তিযুদ্ধ কোটা হিসেবে, এক শতাংশ থাকছে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ কোটা, অপর এক শতাংশ থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা।