আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ লড়াই শেষে প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মায়ের অসুস্থতার খবর পেয়েই দিন কয়েক আগে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। এমনকী মায়ের জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছিলেন। অবশেষে আজ, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর পর শোকে মূহ্যমান তারেক।
মঙ্গলবার বেলায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুর পর ফেসবুকে লিখেছেন, 'আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত, এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।'
তারেক আরও লিখেছেন, 'আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।'
এরপর লিখেছেন, 'ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।'
তারেক আরও বলেন, 'দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।'
প্রসঙ্গত, মায়ের অসুস্থতার খবর পেয়েই ১৭ বছর পর গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছন খালেদা পুত্র তারেক রহমান। গতকাল রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ছুটে এসেছিলেন তিনি। শেষমুহূর্তে মায়ের পাশেই ছিলেন তিনি ও পরিবারের সকল সদস্যবৃন্দ। আজ সকালেও খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতাল যান তারেক রহমান।
দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা। স্বামীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। সামলেছেন বিএনপি। বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মসনদে। মোট দু'বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া।
