আজকাল ওয়েবডেস্ক: বাবা ভাঙ্গা দীর্ঘদিন আগেই এমন সব ভবিষ্যদ্বাণীর করে গিয়েছেন যা মানুষের মনে আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি করে। ২০২৬ সালের ২০ দিনও পার হয়নি, আর এরই মধ্যে তাঁর একটি ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। বাবা ভাঙ্গা-র ভবিষ্যদ্বাণী অনুসারে, তিনি দাবি করেছিলেন যে ২০২৬ সাল চরম প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে। যেমন বিশাল ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং তীব্র আবহাওয়ার পরিস্থিতি যা জনজীবনকে বিপন্ন করতে পারে। এমনকি ধ্বংসলীলা চালাতে পারে।

যা উদ্বেগজনক তা শুধু ভবিষ্যদ্বাণীটিই নয়, বরং এর সময়কালও। ২০২৬ সাল শুরু হওয়ার মাত্র ২০ দিন পেরিয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ঘটনাগুলি মানুষকে প্রশ্ন তুলতে বাধ্য করছে যে, তাঁর সতর্কবার্তাগুলি কি সত্যি হতে চলেছে। সবচেয়ে উদ্বেগজনক উদাহরণগুলির মধ্যে একটি হল চিলিতে বিধ্বংসী দাবানল। যার ফলে সেখানকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

দক্ষিণ চিলিতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নুবেল এবং বায়োবিও অঞ্চলে রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রশাসন জানিয়েছে, ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে প্রায় ২৫০টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সীমা ছাড়িয়ে গিয়েছে। স্কুল, হাসপাতাল, রাস্তা এবং অত্যাবশ্যকীয় পরিকাঠামো হয় ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। 

এই ধ্বংসযজ্ঞ দেখেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কথা মনে করতে শুরু করেছেন। তিনি বলে গিয়েছেন, ২০২৬ সালে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করবে এবং সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যাবে।

এছাড়াও বাবা ভাঙ্গা ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করে গিয়েছেন। দাবানল প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানী এবং জলবায়ু বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী খরা দাবানলকে আরও ঘন ঘন এবং মারাত্মক করে তুলছে। চিলির আগুন হঠাৎ করে লাগেনি। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং জলসঙ্কটের সঙ্গে লড়াই করছিল। এই পরিস্থিতি বন এবং আবাসিক এলাকাগুলিকে পুড়িয়ে খাক করে দিয়েছে। 

অন্যান্য যে সব বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা-

একটি বিশ্বযুদ্ধ বা এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ

এটি ভাঙ্গা-র সবচেয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে একটি। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, তিনি বিশ্বে জুড়ে বাড়তে থাকা উত্তেজনা সম্পর্কে সতর্ক করেছেন। যার মধ্যে তাইওয়ানের ওপর চীনের সম্ভাব্য দখলদারি এবং রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি সম্ভাব্য সরাসরি সংঘাতও রয়েছে।

এলিয়েনদের সঙ্গে যোগাযোগ

তাঁর আরও একটি চাঞ্চল্যকর দাবি হল, ২০২৬ সালে মানবজাতি ভিনগ্রহের প্রাণের মুখোমুখি হতে পারে। ঠিক যখন এই ভবিষ্যদ্বাণীটি ভাইরাল হচ্ছিল, তখন ২৫ জুলাই, ২০২৫ তারিখে চিলির অ্যাস্টারয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) টেলিস্কোপ 3I/ATLAS নামের একটি আন্তঃজাগতিক বস্তু আবিষ্কার করে। এর ফলে বাবা ভাঙ্গার তত্ত্বটি আরও জোরালো হয়।

বিশ্ব শক্তিতে পরিণত হতে পারে এশিয়া

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, বাবা ভাঙ্গা-র ভবিষ্যদ্বাণীগুলিতে আরও বলা হয়েছে যে ২০২৬ সাল এশিয়ার, বিশেষ করে চীনের আধিপত্যের দিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করতে পারে। এর মধ্যে তাইওয়ানের উপর বর্ধিত প্রভাব বা দক্ষিণ চীন সাগরে কৌশলগত সম্প্রসারণও হতে পারে।