আজকাল ওয়েবডেস্ক: বাবা ভাঙ্গার ভবিষ্যতবানী নিয়ে সকলেই এখন চিন্তাভাবনা করছেন। ২০২৫ সাল সবে শুরু হয়েছে। তবে ২০২৪ সালে বাবা ভাঙ্গার যে কথা মিলে গিয়েছিল তা নিয়ে সকলেই এবার চিন্তায় পড়ে গিয়েছে। বুলগেরিয়ার এই অন্ধ জ্যোতিষীর করা সমস্ত কথা মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। এবার ২০২৫ কোন বড় দুর্দিন নিয়ে আসবে তা নিয়ে সকলেই এবার চিন্তায়।

 


গত বছরে বাবা ভাঙ্গার করা কথা অনেকটা মিলে গিয়েছে সেখানে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা, বিশ্বের বাজারে নানা ধরণের সমস্যা। বাবা ভাঙ্গার মৃত্যুর পরও তার করা বানী আজও মিলে গিয়েছে। যদিও তার কথা মিলে যাওয়া নিয়ে অনেকে নানা কথা বলেছেন। তবে ২০২৪ সালে তার করা কথা যেভাবে মিলেছে তাতে ২০২৫ নিয়ে তার অশনি সঙ্কেত ফের নতুন করে সকলের উদ্বেগ বাড়াবে।


২০২৫ সালে বাবা ভাঙ্গা জানিয়েছেন নতুন ধরনের রোগ তৈরি হবে। নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হবে। এরফলে গোটা বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। প্রযুক্তি এবং ওষুধ দিয়ে যারা মনে করছেন বিশ্বকে শাসন করবেন তারা ডাহা ফেল করবেন বলেও সতর্কতা জারি করেছেন বাবা ভাঙ্গা। 

 


অন্য জ্যোতিষীদের করা বানী থেকে বাবা ভাঙ্গার গুরুত্ব এখন অনেকটাই বেশি কারণ তার করা কথা অনেকটাই মিলেছে। নিজের অন্ধ হওয়ার সত্ত্বেও তার বানী সকলকে আগাম সতর্ক করেছে। আমেরিকার মতো দেশও চলতি বছরে আর্থিক ক্ষতির সামনে পড়বে এমন সতর্কতাও দিয়েছেন এই বাবা ভাঙ্গা। 


বাবা ভাঙ্গার কথা বছরের শুরুতেই মিলে গিয়েছে ভূমিকম্পের খবরে। অর্থনীতিতে যে মন্দার বাজার রয়েছে সেটাও তার বলা কথা ছিল। নিজের বাজেট যদি ঠিক না রাখতে পারেন তাহলে বিশ্ববাসী এই বছরে আরও বড় আর্থিক ক্ষতির সামনে পড়বেন বলেও তিনি জানিয়েছেন। ২০২৫ সালে বিশ্বে করোনার মতো মহামারি ছড়িয়ে পড়বে বলেও তিনি সতর্কতা জারি করেছেন। এরফলে বিশ্বের রাজনীতি অনেকটাই প্রভাবিত হবে। 


চলতি বছরে খরা, বন্যা, তীব্র গরমের জেরে প্রচুর মানুষের প্রাণহানি হবে বলেই জানিয়েছেন বাবা ভাঙ্গা। বি্শ্বকে নিজের হাতে রাখতে শক্তিধর দেশগুলি যে নিজেদের মধ্যে লড়াইতে নামবে সেটাও নিজের কথায় জানিয়েছিলেন বাবা ভাঙ্গা। ২০২৪ সালে তার কথা মিলেছে অনেকটাই। এবার ২০২৫ সাল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এবারেও কী মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যতবানী।