আজকাল ওয়েবডেস্ক: বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গার নাম সকলেই জানেন। তার করা বহু কথা মিলে গিয়েছে। এমনকি ১৯৯৬ সালে তিনি মারা যাওয়ার পরও তার কথা কথা মেনে চলছে বিশ্ববাসী। সম্প্রতি ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধের পর ফের সকলের মনে উঁকি দিয়েছে তাহলে কী এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন।
বাবা ভাঙ্গা বলেছিলেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে সংঘাত হবে। সিরিয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার কথা থেকে সেটাই প্রমাণিত হয়েছে। এরপর তিনি ইরান এবং ইজরায়েলের নাম করে কিছু না বললেও তার অনুগামীরা মনে করছেন ফের একবার বাবা ভাঙ্গার কথা মিলে যেতে চলেছে।
২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা বলেছিলেন এই বছরে যুদ্ধ কোনওভাবে থামবে না। মানুষ তার শক্তির প্রদর্শন করতে পিছুপা হবে না বলেও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। টেলিপ্যাথির ব্যবহার এই সময় থেকে বাড়বে বলেও দাবি করেছিলেন এই বুলগেরিয়ান জ্যোতিষী।
যদিও তার কথা নিয়ে নানা তর্ক রয়েছে। তবে যত দিন এগিয়ে যাচ্ছে ততই এই জ্যোতিষীর কথাগুলি যেন সকলের কানে বাজছে। তার সমর্থকরা মনে করছেন বাবা ভাঙ্গার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ফলছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি যে কথা বলেছিলেন তার ফলেছে। ১৯৮৯ সালে সেপ্টেম্বর মাসে যে হামলা হয়েছিল তার কথাও বলেছিলেন তিনি। সেখানে আমেরিকার ওপর যে হামলা হবে সেকথাও তিনি জানিয়েছিলেন। আমেরিকার বুকে ৯-১১ হামলা অনেকটা যেন তার কথাকেই বাস্তব রূপ দিয়েছিল।
তবে তার সব কথা বাস্তব রূপ নেয়নি। তিনি বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে। যেটি হয়নি। তিনি আরও বলেছিলেন ২০২৩ সালে ভিনগ্রহের প্রাণীরা এসে হামলা করবে সেটাও হয়নি।
তবে ২০২৫ সাল যে যুদ্ধের বছর হবে সেকথা তিনি বলেছিলেন। সেই কথা খানিকটা হলেও এখন চলছে। তবে তার সব কথা কতটা ফলে সেটা জানার জন্য বছরের বাকি ছয় মাস অপেক্ষা করতেই হবে।
