‌আজকার ওয়েবডেস্ক:‌ যুদ্ধবিরতির আগে গাজায় রাষ্ট্র‌‌পুঞ্জের স্কুলে হামলা। জানা গেছে, প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে রাষ্ট্রপুঞ্জ পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখনও অবধি ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, এই স্কুলটিতে এর আগে ২ নভেম্বর হামলা চালানো হয়েছিল। প্রসঙ্গত, আর কয়েক ঘণ্টার মধ্যেই হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। তার আগেই এই হামলা। তবে ইজরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা হামাসকে নিমূর্ল না করা পর্যন্ত অভিযান চালাবে। 
গাজার স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিন বিকেলে ১৩ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। চারদিন ব্যাপী যুদ্ধবিরতিতে ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হবে।