আজকাল ওয়েবডেস্ক: আন্টার্কটিকার বরফ গলে যাওয়া নতুন চিন্তা তৈরি করেছে বিজ্ঞানীদের মনে। তারা মনে করছেন এখানকার ১০০ টি আগ্নেয়গিরি জেগে উঠতে পারে এই বরফ না থাকার ফলে। এখনও পর্যন্ত সেইদিন আসতে অনেক বছর সময় লাগবে। তবে যেভাবে এখানকার বরফ বিশ্ব উষ্ণায়নের শিকার হচ্ছে তাতে সেদিন আসতে খুব একটা বেশি সময় লাগবে না বলেও সাবধানবানী জানিয়েছেন তারা।
বিজ্ঞানীরা মনে করছেন এখানকার বরফ গলার ফলে প্রতিটি সাগরের জলের স্তর বাড়বে। ফলে সেখান থেকে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তবে এই পুরু বরফ চাদরের নিচে যে আগ্নেয়গিরি রয়েছে সেগুলি যদি বরফের চাদর থেকে সরে যায় তাহলে সেখানে তৈরি হবে নতুন করে গরম পরিবেশ। আর একবার আগ্নেয়গিরির মুখ খুলে গেলে সেখান থেকে লাভা বের হতে বেশি সময় লাগবে না।
এমনটিতেই এখানকার পরিবেশ গোটা পৃথিবী থেকে একেবারে আলাদা। তবে এখানকার যে আগ্নেয়গিরি রয়েছে সেগুলি এখন সুপ্ত পরিস্থিতিতে রয়েছে। তবে যদি বরফের শীতল পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে সেখান থেকে ফের ম্যাগমা বেরিয়ে আসতেই পারে। বিজ্ঞানীদের আরকটি দল মনে করছেন, এটি একটি সোডা বোতলের মতো। যদি মাটির নিচ থেকে ম্যাগমার বেশি চাপ থাকে তাহলে সেখান থেকে উপরের বরফের স্তর সরিয়ে সেখান থেকে লাভা বের হতে বেশি সময় লাগবে না।
যদি মাটির নিচে তাপমাত্রা অতিরিক্ত হারে বাড়তে থাকে তাহলে সেখান থেকে লাভা বের হয়ে উপরের বরফকে গলিয়ে দিতে পারে। সেখানে উপরের বরফ সেই চাপ ধরে রাখতে পারবে না।
তবে বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন পৃথিবীতে যখন থেকে বরফের যুগ শুরু হয়েছিল সেইসময় থেকে এখানে বরফের চাদর রয়েছে। তাই এত দ্রুত সেই বরফের চাদরকে সরিয়ে দেওয়া সহজ হবে না। যদিও এটি হয়ে থাকে তাহলে সেটি হতে বিস্তর সময় লাগবে।
