আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরানকে নিশানা করে ট্রাম্প শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ পোস্টে লিখেছেন "ইরান যদি আমেরিকার উপর হামলা করে, তাহলে এমন প্রতিশোধ নেওয়া হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।" তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের উপর ইজরায়েলের হামলায় আমেরিকার কোনও ভূমিকা ছিল না। তাই এই হামলার অজুহাতে আমেরিকার উপর আঘাত এলে, তার পরিণতি হবে ভয়াবহ।

ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন ইজরায়েল টানা তৃতীয় দিন ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর, বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এই হামলার পর ইরান ওমানে আমেরিকার সঙ্গে নির্ধারিত পরমানু আলোচনা বাতিল করে। ইরান দাবি করেছে, তারা ইজরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যদি ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানকে রোখার চেষ্টা করে, তাহলে তাদের সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে নিশানা করা হবে। 

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত এবার চরম আকার ধারণ করেছে। পর পর তেহরানকে নিশানা করে হামলা চালায় ইজরায়েল। পাল্টা তেহরান 'অপারেশন ট্রু প্রমিজ ৩' চালু করেছে। ইজরায়েলের রাজধানী তেল-আবিবে একটি আট তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইজরায়েলি কর্তারা জানিয়েছেন যে, হামলার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।  এ ছাড়া তেল আবিবের বেশ কিছু ভবনেও সরাসরি হামলা চালানো হয়েছে।