আজকাল ওয়েবডেস্ক: কয়েক ঘণ্টা আগেই সরকার পতন হয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গাজিয়াবাদে বিমান অবতরণ করেছে তাঁর। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের অবস্থার কথা বিচার করে বন্ধ রাখা হয়েছে ঢাকাগামী সমস্ত বিমান। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। ঢাকার অবস্থাও ভাল না। সে কারণেই আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে ঢাকা বিমানবন্দর।





ঢাকা বিমানবন্দরও আগামী ছয় ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অবস্থার কথা বিবেচনা করে ঢাকাগামী সমস্ত বিমান বন্ধ রাখা হল। পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে। ঢাকা থেকে আসা এবং যাওয়ার বিমানে একবার ছাড় দেওয়া হচ্ছে সংস্থার তরফে। বন্ধ রাখা হয়েছে ট্রেনও। মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছিল বিক্ষোভের সময় থেকেই। বর্তমান পরিস্থিতিতে আরও বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছে ঢাকাগামী ট্রেন।