আজকাল ওয়েবডেস্ক: ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনেইরো সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের আগে, ব্রাজিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ব্রাজিলের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষা সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

ভারতের আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অপারেশন সিন্দুরের সময় তার শক্তি প্রমাণ করেছে। সেই সময় পাকিস্তান চীন এবং তুরস্কে তৈরি ড্রোন ব্যবহার করে ভারতীয় সামরিক ঘাঁটিতে আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু কোনও ক্ষতি করার আগেই মাঝ আকাশে ড্রোনগুলিকে থামিয়ে দেয় আকাশ। এই ‘মেড ইন ইন্ডিয়া’ সিস্টেমটি বিশ্বজুড়ে অনেককে মুগ্ধ করেছে।

ভারতের বিদেশসচিব পি. কুমারান জানিয়েছেন যে ব্রাজিল কেবল আকাশ সিস্টেম কিনতে আগ্রহী নয়, বরং এটি ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদন করতেও আগ্রহী। ব্রাজিলের শীর্ষ সামরিক কর্তারা ইতিমধ্যেই ভারত সফর করেছেন এবং আকাশ ব্যবস্থার সরাসরি প্রদর্শনী দেখেছেন। তাঁরা ভারতে তৈরি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দেখেও মুগ্ধ হয়েছেন।

ভারত ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমাগত সম্প্রসারণ করছে। MKU এবং SMPP-এর মতো ভারতীয় সংস্থাগুলি ইতিমধ্যেই ব্রাজিলীয় সেনাবাহিনীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করছে। প্রতিরক্ষা সরঞ্জামে সহযোগিতা ছাড়াও ভারত এবং ব্রাজিল G20 স্যাটেলাইট মিশনেও একসঙ্গে কাজ করছে। টরাস আরমাস এবং সিবিসি (কম্পানহিয়া ব্রাসিলিরা ডি কার্তুচোস) এর মতো ব্রাজিলিয়ান প্রতিরক্ষা জায়ান্টরা এখন ভারতে বিনিয়োগ করছে এবং এখানে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করছে। এই সম্পর্ক উভয় দেশকে তাদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে সাহায্য করছে।