আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহখানেক আগের ঘটনা। সুরিয়ান বুপ্পা-আর্টের স্ত্রী সাং মাছের স্যুপ খাচ্ছিলেন। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, বিপত্তি ঘটে তার পরেই। খাচ্ছিলেন স্যুপ। কিন্তু গলার কাছে আচমকা প্রবল ব্যথা শুরু হয়। জানা যায়, আচমকা গলার কাছে হাড়ের টুকরোর মতো কিছুর অস্ত্বিত্ব অনুভব করেন তিনি। একই রকম সমস্যায় পড়া অনেকের মতো, তিনিও ঘরোয়া প্রতিকারের চেষ্টা করেছিলেন, যেমন ভাত এবং রুটি খেয়ে চেষ্টা করেছিলেন ঠিক করার। কিন্তু তাতেও কোনও প্রতিকার হয়নি। ফলে দৌড়তে হয় হাসপাতালে।

কিন্তু কীভাবে আটকেছিল গলায় ওই বস্তু? আদতে কী তা? জানা গিয়েছে, স্যুপ খেতে গিয়ে আচমকা মাছের হাড় আটকে যায় গলায় এবং সেটি গলার চামড়া ফুড়ে বেরিয়ে আসে বাইরে। যা স্পষ্ট দেখা গিয়েছে বাইরে থেকে। 

যদিও প্রথমদিকে তা বাইরে থেকে দেখা যায়নি। সাং একটি হাসপাতালে যান, যেখানে চিকিৎসকরা এক্স-রে করেন। তিনি এবং মেডিকেল টিম অবাক হয়ে যান, কারণ সাং-এর ক্রমাগত ব্যথার পরেও কিছুই খুঁজে পাওয়া যায়নি।

 বাড়ি ফিরে গেলেও সমস্যার সমধান হয়নি। এভাবে দু’ বার চিকিৎসকের কাছ থেকে ফিরে আসেন ব্যথা নিয়েই।  মাছের হাড় বাইরে বেরিয়ে আসে আচমকা।

১৭ জুন, যখন সাং তাঁর গলার ব্যথা উপশম করার জন্য মলম লাগাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন গলার চামড়ার উপর খচখচে কিছু একটা। তার পরেই দেখেন কিছু একটা বেরিয়ে আসছে সাদা কাটার মতো। তাঁর স্বামী ওই মুহূর্তের ভিডিও করেন। পুনরায় চিকিৎসকদের কাছে গেলে প্রায় দু’ সেন্টিমিটার লম্বা একটি হাড় বের করেন চিকিৎসকেরা।