আজকাল ওয়েবডেস্ক: ২০১৩ সালে ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে চুমু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া থাই দম্পতি এক্কাচাই ও লাকাসান তিরানারাত বিচ্ছেদের ঘোষণা করেছেন। দীর্ঘতম চুমুর জন্য বিশ্বজুড়ে আলোচিত এই দম্পতি অবশেষে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

 তাঁরা জানিয়েছেন, ধীরে ধীরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যদিও বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তবে বলেছেন, সম্পর্কের পথচলায় অনেক স্মৃতি থাকলেও এখন আলাদা হওয়াই সঠিক সিদ্ধান্ত।

২০১১ সালে প্রথম এই রেকর্ড জয়ী দম্পতি ১ লক্ষ থাই বাথ ও দুটি হীরের আংটি পুরস্কার হিসেবে পান। বর্তমানে তাঁরা তাঁদের সন্তানদের যৌথভাবে দেখভালের প্রতিশ্রুতি দিয়েছেন।উল্লেখ্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পরবর্তীতে ‘দীর্ঘতম চুমু’র পরিবর্তে ‘দীর্ঘতম চুমুর ম্যারাথন’ শিরোনামে রেকর্ডটি স্থানান্তর করে।