আজকাল ওয়েবডেস্ক:‌ লেবাননে ঢুকে পড়েছে ইজরায়েলি ফৌজ। গাজার পর লেবাননে ঢুকে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইজরায়েল। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লার একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনা। চলছে লড়াই পাল্টা লড়াই। ইতিমধ্যেই মারা গেছেন আট জন ইজরায়েলি সেনা। জানিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। 


প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লেবাননে ভয়ঙ্কর ‘‌যুদ্ধ’‌ চালাচ্ছে ইজরায়েল। বুধবার এক ইজরায়েলি সেনা মারা গিয়েছিলেন। বৃহস্পতিবার আল জাজিরা সূত্রে খবর, দক্ষিণ লেবাননে হেজবোল্লার সঙ্গে লড়াইয়ে মারা গেছেন আট জন ইজরায়েলি সেনা। 


এদিকে, বেইরুটে ইজরায়েলের বোমাবর্ষণে অন্তত ৬ জন মারা গেছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে খতম করতে লেবাননে আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। কিন্তু গত কয়েকদিন সেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তারা। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হেজবোল্লার পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। রাজধানী বেইরুটেও হামলা চালানো হয়েছে। এছাড়া গোটা লেবানন জুড়ে বুধবার ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন। আহত বহু। মৃতদের মধ্যে রয়েছেন আমেরিকার এক নাগরিকও। বৃহস্পতিবার আরও ৬ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।