আজকাল ওয়েবডেস্ক: ১১ জুন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েল-হামাস যুদ্ধের ২০ মাসে মৃতের সংখ্যা ৫৫,১০৪ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১,২৭,৩৯৪। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। একই দিনে খাদ্যসাহায্য সংগ্রহে যাওয়ার পথে রাফার কাছে ১৪ এবং কেন্দ্রীয় গাজায় আরও ৭ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলি। ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা “সন্দেহজনক”ভাবে এগিয়ে আসা লোকজনের দিকে সতর্কতামূলক গুলি চালায়।

স্থানীয় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) জানিয়েছে, খান ইউনিসের কাছে তাদের কর্মীদের একটি বাসে হামলায় ৫ জন কর্মী নিহত হন এবং আরও অনেকে নিখোঁজ বা আহত। হামলার জন্য তারা হামাসকে দায়ী করলেও স্বাধীনভাবে সেই দাবি যাচাই করা যায়নি।

নতুন সাহায্য বণ্টন ব্যবস্থাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই বিশৃঙ্খলা ও গুলির ঘটনা ঘটছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলি বলছে, এই ব্যবস্থায় ইজরায়েল যাদের চায় তাদেরই কেবল সাহায্য পৌঁছাচ্ছে, যা মানবিক নীতির পরিপন্থী।

এদিকে, ইজরায়েল জানিয়েছে, গাজা থেকে আরও দুই বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫৩ জন বন্দি হামাসের হাতে, যাদের অনেকেই সম্ভবত মৃত। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও ইজরায়েলি সেনা প্রত্যাহার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা মানতে নারাজ, বরং গাজা দীর্ঘমেয়াদে দখলে রাখার ও বাসিন্দাদের ‘স্বেচ্ছাপ্রবৃত্ত’ দেশত্যাগে উৎসাহিত করার পরিকল্পনার কথাও বলেছেন, যা আন্তর্জাতিক মহল জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।