আজকাল ওয়েবডেস্ক:‌ দুমদাম ফাটছে ওয়াকি–টকি, পেজার। এবার ফাটতে শুরু করেছে মোবাইল ফোনও। একসঙ্গে বহু মানুষের মোবাইলে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছে বলে জানা গেছে। আহতের সংখ্যা প্রায় ৩,৩০০। এই বিস্ফোরণের পিছনে ইজরায়েলকে দায়ী করেছে হিজবুল্লা। আর কোথায় কোথায় এমন বিস্ফোরক লুকিয়ে রাখা আছে, তা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।


প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুট সহ একাধিক অঞ্চল কেঁপে উঠেছিল সিরিয়াল ব্লাস্টে। সাধারণ মানুষের ব্যবহার করা পেজারে বিস্ফোরণ হতে শুরু করেছিল। রাস্তাঘাট, শপিং মলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ছিন্নভিন্ন দেহ। একইভাবে সিরিয়াতেও বিস্ফোরণ হয়। পেজার বিস্ফোরণে কমপক্ষে ১৯ জনের মৃত্যু এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হন। এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি লেবাননের।


এদিকে, বুধবার যখন বিস্ফোরণে হিজবুল্লা সদস্যদের শেষকৃত্য চলছে, সেই সময় ওয়াকি–টকি ও মোবাইল ফোনেও বিস্ফোরণ হয়। বেইরুট সহ দক্ষিণ লেবানন জুড়ে বিস্ফোরণ হয়। 


গোপন সূত্রে জানা গেছে, ইজরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ এই হামলার পিছনে রয়েছে। ইজরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। ইতিমধ্যেই তারা ইজরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে খবর।