আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এখনও আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ৬ ই জুন মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন তাঁরা। ঠিক ছিল আট দিন তাঁরা থাকবেন স্পেস ল্যাবরেটারিতে। কিন্তু ২০ দিন পরেও পৃথিবীর বুকে ফিরতে পারেননি নাসার দুই মহাকাশচারী।
জানা গিয়েছে, ইঞ্জিনিয়াররা এখনও তাঁদের রকেট বোইং স্টারলাইনার মহাকাশযান মেরামত করতে পারেননি। জানা গিয়েছে, যাওয়ার হঠাৎই স্টারলাইনার মহাকাশযানের হিলিয়াম সিস্টেম লিক করে। বোয়িং সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে রকেট ঠিকমত কাজ করছে।
জানা গিয়েছে, ইঞ্জিনিয়াররা এখনও তাঁদের রকেট বোইং স্টারলাইনার মহাকাশযান মেরামত করতে পারেননি। জানা গিয়েছে, যাওয়ার হঠাৎই স্টারলাইনার মহাকাশযানের হিলিয়াম সিস্টেম লিক করে। বোয়িং সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে রকেট ঠিকমত কাজ করছে।
