আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। আপাত রঙিন, উজ্বল। দেখা যাচ্ছে, ব্যাডমিন্টন খেলছেন কয়েকজন। প্রথমদিকে সব ঠিক ছিল। কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশ দেখে কেঁদে আকুল নেটিজেনরা। তরতাজা যুবকের পরিণততে হা হুতাশ।
কী হয়েছে? ওই ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন যুবক বেশ খোশ মেজাজেই ব্যাডমিন্টন খেলছিলেন। আচমকা এক যুবক খেলতে খেলতেই বাঁ দিকে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ ছুটে আসেন বাকিরা।

জানা গিয়েছে, ওই ভিডিওর ঘটনাস্থল হায়দরাবাদের নাগোল স্টেডিয়াম। জানা গিয়েছে, খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই যুবকের নাম গুন্ডলা রাকেশ। বয়স ২৫। হায়দরাবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে খবর সূত্রের। ওই যুবকের বিস্তারিত পারিবারিক তথ্যের খোঁজে জানা গিয়েছে, তিনি খাম্মাম জেলার তাল্লাদার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর পুত্র।
জানা গিয়েছে, যে সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা রবিবার, রাত আটটার দিকের। রাকেশ খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়তেই অন্যান্যরা ছুটে যান তাঁর কাছে। একজন বুকে চাপ দেওয়ার চেষ্টাও করেন। রাকেশকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে রাকেশের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাকেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সম্প্রতি, খেলার সময়, কিংবা জিমে গিয়ে একাধিক তরুণ-তরুণীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এপ্রিল মাসে এই ধরনের আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। কলেজের শেষদিনে বিদায়ী বক্তৃতা দিচ্ছিলেন। সহপাঠী, অধ্যাপক, বন্ধুদের মাঝে খোশ মেজাজেই ছিলেন তরুণী। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মুহূর্তেই সব শেষ। মহারাষ্ট্রের ধরাশিব জেলার ঘটনায় মৃত ছাত্রীর নাম, বর্ষা খারাট। পারান্দার আরজি শিন্ডে কলেজের ছাত্রী ছিলেন তিনি। কলেজের শেষদিনে বিদায়ী বক্তৃতা দিচ্ছিলেন। বর্ষার বক্তৃতার ভিডিও তুলেছিলেন বন্ধুরা। সেখানে দেখা গেছে, বিদায়ী বক্তৃতার সময়েও হাসিখুশি ছিলেন তিনি। বক্তৃতার মাঝে কয়েকবার হাসতেও দেখা যায় তাঁকে। মাঝপথেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন।
