আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে আবারও মর্মান্তিক ঘটনা। মা ও তার দুই ছেলে একইসঙ্গে আত্মঘাতী। দক্ষিণ-পূর্ব দিল্লির একটি বাড়িতে শুক্রবার এক মহিলা এবং তাঁর দুই ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, সম্পত্তি সংক্রান্ত একটি আদালতের নির্দেশ নিয়ে পুলিশ দুপুর ২টো ৪৭ মিনিট নাগাদ ওই বাড়িতে পৌঁছয়। জানা গিয়েছে দরজা বন্ধ ছিল। একাধিকবার ডাকাডাকি করেও কেউ সাড়া দেননি। এরপরেই একটি ডুপ্লিকেট চাবি ব্যবহার করে পুলিশ বাড়ির ভেতরে ঢোকে।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, ভেতরে ঢুকেই পুলিশ দেখে, ৫২ বছরের প্রৌঢ়া অনুরাধা কপুর এবং তাঁর দুই ছেলে, ৩২ বছরের আশিস কপুর ও ২৭ বছরের চৈতন্য কপুর - তিন জনেই সিলিং থেকে ঝুলছেন। খবর অনুযায়ী, ঘর থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চিঠিতে পরিবারের ভেতরকার সমস্যা নিয়ে দিনের পর দিন মানসিক যন্ত্রণার কথা লেখা ছিল। যার জেরেই তাঁরা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সকলে নিজেদের মধ্যেকার সম্পর্ক নিয়ে অবসাদে ভুগছিল বলে চিঠিতে ইঙ্গিত মিলেছে।

পরে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য এইমস-এ পাঠানো হয়। পুলিশ এখন পরিবারটির আর্থিক ও সামাজিক অবস্থা-সহ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷