আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে সম্প্রতি এক স্কুলে একজন মহিলা শিক্ষিকার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। শিক্ষিকা স্কুলে তাঁর কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে৷ ফলস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে।  ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু হয়েছে। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসে৷  সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার ধর জেলায় ঘটনাটি ঘটে৷ এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মহিলা শিক্ষকের আচরণে উত্যক্ত হন তাঁর সহকর্মীরা। অত্যন্ত দুর্ব্যবহার করেন ওই শিক্ষিকা৷ এই ঘটনার ভিডিও সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত করা হবে।

স্কুলটি মানাওয়ার উন্নয়ন ব্লকের সিংহানা গ্রামে অবস্থিত। জেলা সদর দপ্তর থেকে এটি প্রায় ৫০ কিলোমিটার দূরে। মানাওয়ার ব্লকে একটি সমন্বিত স্কুল কমপ্লেক্স রয়েছে। যেখানে ২৩শে জুন শিক্ষক মদ্যপ অবস্থায় এসে সেখানকার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর, জেলা প্রশাসনের কর্মকর্তারা মানাওয়ার ব্লক রিসোর্স কোঅর্ডিনেটর (বিআরসি) কিশোর কুমারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

ঘটনার জেরে শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷  শিক্ষিকার এমন আচরণ করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ তদন্ত চলছে।