আজকাল ওয়েবডেস্ক: রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি। আচমকা সেই লাইনেই এগিয়ে আসে একটি ট্রেন। প্রাণে বাঁচতে রেললাইনের মাঝেই মাথা নিচু করে শুয়ে পড়েন তরুণী। শরীরের উপর থেকে ছুটে চলে যায় চলন্ত মালগাড়ি। তারপরেও প্রাণে বেঁচে রয়েছেন তিনি। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের চোখ ছানাবড়া হয়ে গেছে। সমাজ মাধ্যমেও ভাইরাল ঘটনাটির ভিডিও।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। ভিকাড়াবাদ জেলার নওয়াঙ্গি জংশনে। জানা গিয়েছে, এক বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন তরুণী। আচমকা সেই লাইনে একটি মালগাড়ি এগিয়ে আসে। তরুণীর বান্ধবী তড়িঘড়ি করে লাইন পেরিয়ে গেলেও, তিনি ওই লাইনে হঠাৎ উল্টে পড়েন। ট্রেন আসার আর পালিয়ে যাওয়ার উপায় ছিল না। মাথা নিচু করে, পেটে ভর দিয়ে রেললাইনের মাঝে শুয়েছিলেন তিনি। এভাবেই কয়েক সেকেন্ড ছিলেন তিনি। চলন্ত ট্রেনের তলায় শুয়েও তিনি যে প্রাণে বেঁচে আছেন, তাতেই অবাক হয়ে যান সকলে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মালগাড়িটি যাওয়ার সময় একবার মাথা তুলেছিলেন তিনি। কিন্তু যিনি ভিডিওটি করছিলেন, তিনি চিৎকার করে সতর্ক করেন তরুণীকে। সেই অবস্থায় এক চুল নড়াচড়া করেনি তাঁর শরীর। সেই সময়েই যথেষ্ট সতর্ক ছিলেন তরুণী। টানা ৩০ সেকেন্ড ওভাবেই ছিলেন। অপরদিকে ওই লাইনের ধারে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন তাঁর বান্ধবী। তরুণীকে এরপর তিনিই সেখান থেকে উদ্ধার করেন।
