আজকাল ওয়েবডেস্ক: যাবেন ক্যাবে। ক্যাব আসতে দেরি করেছে মিনিট সাতেক। এই অপরাধে ক্যাবের ড্রাইভারকে গালিগালাজ। এমনকী তাঁর গায়ে থুতু দেওয়ার অভিযোগ উঠল। গোটা ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

 

এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ঘটনাটি। ভিডিও প্রকাশ্যে আসার পরই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, গাড়ির চালক নির্ধারিত সময়ের কিছু পরে আসায় রেগে আগুন হয়ে যান ওই মহিলা। একের পর এক কটু কথা শোনান। তাতেই ক্ষান্ত হননি। এরপর গাড়ি থেকে নামার সময় গাড়ির চালকের গায়ে থুতু দিয়ে দেন ওই মহিলা। 

 

 

এই ঘটনায় চালক অবাক হলেও নিজের সংযম বজায় রেখেছিলেন। তিনি জানান, ক্যাব মালিকের কাছে অভিযোগ তুলে ধরবেন। কিন্তু তাতেও দমানো যায়নি ওই মহিলাকে। এরপর বাধ্য হয়ে ওই চালক মহিলাকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। অন্য কোনও গাড়ি দেখে নিতে বলেন। 

 

 

চালক নিজে গোটা ঘটনাটি রেকর্ড করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ভিডিও না থাকলে সকলে ওই চালককে ভুল বুঝতেন। এর পাশাপাশি এও মন্তব্য করা হয়েছে, ওই মহিলার সারা ভারতে চলাচল করার জন্য নিজের গাড়ি কেনা উচিত। সেটাই ব্যবহার করা উচিত। 

 

 

তবে প্রকাশ্যে আসা এই ভিডিওতে শুধুমাত্র অডিও শোনা যাচ্ছে। মহিলার কোনও পরিচয় কিংবা চালকের মুখ দেখতে পাওয়া যায়নি। অনেকে এও কমেন্টে জানিয়েছেন, সমস্ত রাইড শেয়ারিং অ্যাপ থেকে ওই মহিলাকে তাঁর আচরণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, চালক দেরি করলে যাত্রা বাতিল করে দিতে পারতেন কিন্তু গাড়িতে উঠে এমন আচরণ সভ্য সমাজে কাম্য নয়। কেউ কেউ জানিয়েছেন, ওই মহিলার নম্বর নিয়ে সেটি ভাইরাল করে দেওয়া উচিত। যাতে উনি এই ধরণের অশালীন আচরণ কারও সঙ্গেই না করতে পারেন।