আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে প্রেমালাপ। নিজেই দিয়েছিল বিয়ের প্রস্তাব। অবশেষে ভুয়ো বিয়ের পরেই স্বামীকে কুপিয়ে খুন করল এক তরুণী। বিয়ের ঠিক এক ঘণ্টা পরেই এই ঘটনাটি সে ঘটিয়েছে। তরুণী সহ আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে। পুলিশ জানিয়েছে, ৬ জুন ইন্দ্র কুমার তিওয়ারি নামের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় নর্দমা থেকে। কিন্তু তাঁর নাম, পরিচয় তখনও জানা যায়নি। কয়েক সপ্তাহ পরে জব্বলপুরে নিখোঁজ ডায়েরি খুঁজে ব্যক্তির খোঁজ মেলে। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে।
এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সহিবা বানো নামের এক তরুণী। যে খুশি তিওয়ারি নামে ভুয়ো পরিচয় দিয়ে ঘুরছিল। সোশ্যাল মিডিয়ায় ইন্দ্র একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি দুঃখপ্রকাশ করেন বিয়ে না হওয়ায় জন্য। ১৮ বিঘা জমি রয়েছে তাঁর। অথচ কোনও পাত্রীই তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছেন না বলে জানিয়েছিলেন।
এই ভিডিও দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রর সঙ্গে আলাপ জমায় সহিবা। তড়িঘড়ি বিয়ের পরিকল্পনাও করে। গোরখপুরে বিয়ের দিনক্ষণ স্থির হয়। সেখানে বিয়ের ঠিক এক ঘণ্টা পরেই ইন্দ্রকে কুপিয়ে খুন করে সহিবা। ইন্দ্রর সম্পত্তির লোভেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সহিবা। এই খুনের জন্য আরও দু'জনের সাহায্য নিয়েছিল সে। পুলিশ জানিয়েছে, সহিবার পরিকল্পনা ছিল, বিয়ের ছবি দেখিয়ে, ইন্দ্রর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবে। এরপর পালিয়ে যাবে।
