আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে৷ ইয়েলাহাঙ্কা নিউ টাউন এলাকায় এক মহিলা বাইক আরোহী এবং ট্রাফিক পুলিশের মধ্যে তীব্র ঝামেলা।এহেন ঘটে যাওয়া উত্তপ্ত বচসা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে  দেখা যাচ্ছে, এক মহিলা রাইডার রাস্তায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তুমুল চিৎকার করছেন, আপত্তিকর ভাষা ব্যবহার করছেন, এমনকি হুমকি দিচ্ছেন। ঘটনা ঘিরে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, ঘটনার দিন অভিযুক্ত ওই মহিলার স্কুটার স্বাভাবিক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে। ঘটনার জেরে পুলিশ তাঁকে আটকে দেয় ও গাড়ির চাকা ক্ল্যাম্প করে। ঘটনায় নতুন মোড়। এরপরেই অভিযুক্ত ওই মহিলা ও ট্রাফিকের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত মহিলাটি প্রথমে বলেন, 'আমার স্টাফকে কিছু বলবে না। ওর টি-শার্টে হাত দেওয়ার সাহস কী করে হলো তোমার?' এরপরই আরও তীব্র ভাষায় বলেন, 'কাপড় খুলে তোকে নগ্ন করে দেব'। এই কথা শুনে আশপাশের মানুষও হতবাক হয়ে যান।

আরও পড়ুনঃ বই কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, কিছুক্ষণ পর মৃত্যুখবর! হাত ধরে দুই তরুণীর চরম পদক্ষেপ, ঘটনা ঘিরে রহস্য 

ঘটনাটির ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ কর্তারা মহিলাকে শান্ত করার চেষ্টা করছেন এবং বারবার বলছেন যে, তাঁরা তাঁকে একজন মহিলা হিসেবে সম্মান দিয়েই কথা বলছেন। তাঁরও অপরদিককে একইভাবে সম্মান দিয়ে কথা বলাই উচিৎ। এক অফিসার বলেন, 'আপনি যদি পুরুষ হতেন, তাহলে এই পরিস্থিতি অন্য রকম হতো।' জবাবে ওই মহিলা চ্যালেঞ্জের সুরে বলেন, 'গ্রেপ্তার করতে পারো তো করো আমাকে। সাহস থাকলে করো আমাকে গ্রেপ্তার।' 

আরও পড়ুনঃ স্কুটারে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন যুবক! জানালেন 'শিশুদের কামড়াচ্ছিল', ভিডিও ভাইরালে তীব্র চাঞ্চল্য 

এহেন চাঞ্চল্যকর ঘটনার পর বেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার জেরে তদন্ত শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী ১৪ আগস্ট ২০২৫ তারিখে ইয়েলাহাঙ্কা নিউ টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিভাগের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ জানানো হয়েছে, 'এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে আইনি তদন্ত শুরু হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপও নেওয়া হবে।'

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্যের ঝড়। ব্যবহারকারীরা নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ট্রাফিক পুলিশের সংযম এবং পেশাদার মনোভাবের প্রশংসা করেছেন। তাঁরা বলছেন, এত অপমানজনক আচরণের পরও পুলিশ যে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, তা প্রশংসনীয়। অনেক ব্যবহারকারী আবার মহিলার আচরণের তীব্র নিন্দা করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুনঃ অবিরাম বৃষ্টিতে ডুবল রাজধানী, যান চলাচল বিঘ্নিত, স্বাধীনতা দিবস ঘিরে কড়া ট্রাফিক বিধিনিষেধ