আজকাল ওয়েবডেস্ক: বিউটি পার্লারে গিয়েছিলেন স্ত্রী। ভ্রু তুলতেই গিয়েছিলেন। আচমকা সেখানে হাজির তাঁর স্বামী। কোনও ঝামেলা না করে, কাঁচি হাতে সোজা পৌঁছে যান স্ত্রীয়ের পিছনে। রাগের মাথায় স্ত্রীর চুলে কাঁচি চালালেন। মুহূর্তের মধ্যে গোটা বিনুনিই কেটে দিলেন তিনি। এই ঘটনায় গুরুতর অভিযোগ করল তরুণীর বাবা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌয়ে। তরুণীর বাবা রাধাকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, একবছর আগে তাঁর মেয়ের সঙ্গে রামপ্রতাপের বিয়ে হয়। দাম্পত্য সুখ তো দূরের কথা, বিয়ের পর থেকেই পণের জন্যে তরুণীকে জোরাজুরি শুরু করেন রামপ্রতাপ ও তাঁর পরিবার। এমনকী তাঁকে শারীরিক নির্যাতন করেছেন। 

 

রাধাকৃষ্ণের অভিযোগ, রেফ্রিজারেটর, ফ্যান, কুলার পণ হিসেবে দেওয়ার জন্য মেয়েকে জোর করতেন রামপ্রতাপ। পণ না দেওয়ায় প্রতিশোধ হিসেবে বিউটি পার্লারে গিয়ে তরুণীর বিনুনিই কেটে ফেলেন স্বামী। অভিযোগের ভিত্তিতে রামপ্রতাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

এদিকে এই ঘটনার পর গ্রামবাসীদের অভিযোগ, স্ত্রীয়ের সাজগোজ পছন্দ করতেন না রামপ্রতাপ। বিউটি পার্লার যাওয়া নিয়েও অশান্তি হয়েছিল। নিষেধ সত্বেও বিউটি পার্লার যাওয়ায়, স্ত্রীয়ের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন রামপ্রতাপ। রাগের মাথায় তাই বিনুনি কেটে ফেলেন।