আজকাল ওয়েবডেস্ক: ফের মিরাট কাণ্ডের ছায়া উত্তরপ্রদেশে। মাত্র দেড় বছর আগেই ভালবেসে বিয়ে করেছিলেন শিবানী ও দীপক কুমার। সুখের সংসার আচমকাই ছারখার হয়ে গেল! বিয়ের দেড় বছরের মধ্যে স্বামীকে নৃশংসভাবে খুন করলেন স্ত্রী। বাড়িতেই স্বামীর গলা টিপে খুন করে পরিবারকে জানালেন, তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। পুলিশ জানিয়েছে, ৪ এপ্রিল দীপককে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করেছিলেন শিবানী। তারপর তাঁর গলা টিপে খুন করে ছাদে গিয়ে বসেছিলেন তিনি। খুনের কয়েক ঘণ্টা পর দীপকের পরিবারকে ফোন করে জানান, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। হাসপাতালে নিয়ে যাচ্ছেন তিনি। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দীপকের ভাই জানতে পারেন, তাঁর দাদাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য বাধাও দেন শিবানী। তখনই সন্দেহ হয় তাঁর। জোর করে দীপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান তিনি। রিপোর্টে জানা যায়, হার্ট অ্যাটাকে নয়, গলা টিপে খুন করা হয়েছে দীপককে। 

থানায় শিবানী ও আরও একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে দীপকের পরিবার। তাঁদের দাবি, কারও সঙ্গে মিলে দীপককে খুন করেছেন শিবানী। পুলিশি জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন শিবানী। আরও এক অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।