আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রকে বিঁধলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদি সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নির্বাচনের দায়িত্বে থাকা প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে অপসারণ করতে কেন ভারত সরকার এত আগ্রহী? রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন, "কেন প্রধান বিচারপতিকে নির্বাচন প্যানেল থেকে অপসারণ করা হয়েছিল? আমরা কি প্রধান বিচারপতিকে বিশ্বাস করি না?"

রাহুল গান্ধী এ দিন বলেছেন যে, তিনি বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচন প্যানেলের অংশ, কিন্তু দাবি করেছেন যে তাঁর কোনও কথাই সেখানে আমল দেওয়া হয় না। কারণ তিনি সংখ্যালঘিষ্ট ছিলেন, তাঁর একদিকে প্রধানমন্ত্রী মোদি এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন। রাহুল গান্ধী বলেছেন, "কেন প্রধান বিচারপতিকে নির্বাচন প্যানেল থেকে অপসারণ করা হয়েছিল? এর উদ্দেশ্য কী ছিল? সেখানে আমার কোনও মতামতই গ্রাহ্য হল না।"

রাহুল গান্ধী ২০২৩ সালের আইনের কথা উল্লেখ করছিলেন, যেখানে ভারতের প্রধান বিচারপতি (সিজেআই)-কে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তিন সদস্যের নির্বাচন প্যানেলে নিয়োগের সুপারিশ করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন বাকি দুই সদস্য।

রাহুল গান্ধীর পরবর্তী প্রশ্ন ছিল, রাহুল গান্ধী জিজ্ঞাসা করেছিলেন যে, কেন আরেকটি আইন পাস করা হয়েছিল যাতে নিশ্চিত করা যায় যে কোনও নির্বাচন কমিশনারকে তাঁদের দপ্তর সংক্রান্ত ক্ষমতায় গৃহীত পদক্ষেপের জন্য শাস্তি দেওয়া যাবে না।

তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং পদের মেয়াদ) আইন, ২০২৩ এর ধারা ১৬ এর কথা উল্লেখ করছিলেন, যা নির্বাচন কমিশনের প্রধান এবং নির্বাচন কমিশনারদের পদমর্যাদায় থাকাকালীন গৃহীত সিদ্ধান্ত থেকে উদ্ভূত যেকোনও পদক্ষেপ থেকে সুরক্ষা দেয়।