আজকাল ওয়েবডেস্ক : ২৩ নভেম্বর একটি বিশেষ বৈঠক করছে ইপিএফও টিম। এর মূল বিষয় হল সেন্ট্রাল পেনশন স্কিম। এতদিন ধরে যা আলোচনার টেবিলে ছিল সেটাই এবার বাস্তবে হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এর অনুমোদন দিয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে এই স্কিম। 

 

ইতিমধ্যে এই স্কিম নিয়ে সরকার একটি বিশেষ সুদের হার ঘোষণা করেছে। সেটাই আরও দ্রুত কাজে লাগাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে ৮. ২৫% করে সুদ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই সুবিধা ৭০ মিলিয়ন গ্রাহক পাবেন। 

 

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে অতি দ্রুত এই ব্যবস্থা কার্যকরী করা হবে। এর ফলে যাদের এখানে গ্রাহক রয়েছে তারা অনেক বেশি লাভ পাবেন। এর ফলে যেকোনো গ্রাহক দেশের যেকোনো ব্যাঙ্ক থেকে নিজের টাকা তুলতে পারবেন। 

 

তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই ইপিএফওর নিয়ম আরও সহজ করার উপর জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। গত ৪ সেপ্টেম্বর প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থাটির কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড পেনশন দেওয়ার ক্ষেত্রে নিয়ম বদলের প্রস্তাব পেশ করে। তাতে সবুজ সঙ্কেত মিলতেই প্রস্তাবটি শ্রম মন্ত্রকের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।

 

সিপিপিএস চালু করা নিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন, ‘‘ইপিএফওর পেনশনভোগীরা অনেক সময় এক জায়গা থেকে অন্যত্র চলে যান। নতুন এলাকায় যাওয়ার পর পেনশন পেতে সমস্যা হয় তাঁদের। সিপিপিএস চালু হওয়ার পর এই সমস্যা থাকবে না। দেশের যে কোনও প্রান্তে যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন তাঁরা।