আজকাল ওয়েবডেস্ক: ভারতের মতো জনবহুল দেশে আধার কার্ড একটি অতি দরকারি সামগ্রী। সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত কাজেই সবার আগে দরকার হয়ে পড়ে আধার কার্ড। তবে আপনি কী জানেন নীল আধার কার্ড কাকে বলে। কেন এটি শিশুদের জন্য অনেক বেশি দরকারি। শিশু আধার কার্ড হিসাবেও এটি বিবেচিত হয়ে থাকে।
এই আধার কার্ডের পিছনের রংটি নীল হয়ে থাকে ফলে সহজেই এটিকে অন্যদের থেকে আলাদা করা যায়। মূলত ৫ বছর বা তার নিচের শিশুদের জন্য এই আধার কার্ডটি করা হয়েছে। যেসময় সেই শিশুর বয়স ৫ বছর হয়ে যাবে এই আধার কার্ডটি অবৈধ হিসাবে নিজে থেকেই বিকল হয়ে যাবে। এই আধার কার্ডের আর একটি বিশেষত্ব হল এখানে কোনও বায়োমেট্রিক করা থাকে না। ৫ বছর পর যে আধার কার্ডটি বাতিল হয়ে যাবে তারপর নতুন করে সেই শিশুর আধার কার্ড তৈরি করতে হবে।
সেই নতুন আধার কার্ডটি ১৫ বছর বয়স পর্যন্ত চলবে। ১৫ বছর পর ফের নতুন করে বায়োমেট্রিক করতে হবে। অভিভাবকরা নীল আধার কার্ডের জন্য শিশুর স্কুলে ভর্তির প্রমাণপত্র দেখাতে হবে। যদি শিশুটি আরও ছোটো হয় তাহলে তার জন্মের প্রমাণপত্র নিয়ে গিয়ে করিয়ে নিতে হবে। এই নীল আধার কার্ড শিশুর অভিভাবকদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে।
তাই নিজের আধার কার্ডও নিয়ে যেতে হবে। শিশুর ছবিটি শুধু সঙ্গে নিয়ে যেতে হবে। নীল আধার কার্ডে অভিভাবকের ফোন নম্বর দেওয়া থাকবে। সেখানেই সমস্ত ওটিপি যাবে। সমস্ত তথ্য যাচাই করার পর ৬০ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন নীল আধার কার্ড। এছাড়া আধারের ওয়েবসাইটে গিয়েও এই নীল আধার কার্ড সংগ্রহ করতে পারেন।
