আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার একটি হোস্টেলে ছাত্রীকে নৃশংসভাবে মারধরের ঘটনা সামনে এলো। ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল ওয়ার্ডেনের দিকে। সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। অভিযুক্তের শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, অভিযুক্ত ওয়ার্ডেন ভবানি ওই ছাত্রীকে প্রচণ্ড বকাবকি করছেন। পরীক্ষা দিয়ে আসার পর ছাত্রীটি কোথায় গিয়েছিলেন, তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অভিযুক্ত ওই মহিলাকে বলতে শোনা যায়, "তোমার জন্য আমার চাকরিটা যেতে বসছে। তোমাকে খুঁজে না পেয়ে আমি কী টেনশনে ছিলাম জানো?" এর পরেই মেজাজ হারিয়ে ওই ছাত্রীকে হাত দিয়ে এবং লাঠি দিয়ে মারতে শুরু করেন তিনি।

ভিডিওতে ধরা পড়েছে সেই ভয়ংকর দৃশ্য। দেখা গিয়েছে, মার খাওয়ার সময় ছাত্রী বারবার ক্ষমা চাইছে, কিন্তু তাতেও মন গলেনি ওয়ার্ডেনের। চিৎকার করতে করতে তিনি মারধর চালিয়ে যান। হোস্টেলেরই এক ছাত্রী লুকিয়ে এই গোটা ঘটনার ভিডিও করে। তবে ছাত্রী ওই সময়ে কোথায় নিখোঁজ ছিল, তা এখনও স্পষ্ট নয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২৪ নভেম্বরের। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হওয়ার পর উত্তাল চারিদিক। তবে অভিযুক্ত ওয়ার্ডেনের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়েছে কি না বা তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

এই ঘটনায় হোস্টেলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে সবাই। বিশেষ করে তপশিলি শ্রেণির পড়ুয়াদের নিরাপত্তা ও কল্যাণের দিকে সরকারকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছে।