আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। চারিদিকে ধুমধাম আয়োজন। সাজগোজ, খাওয়াদাওয়ার পাশাপাশি অন্যান্য আয়োজন লেগে রয়েছেন। এরই মাঝে নিজের বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন এক যুবক। কেক কেটে, বন্ধুদের সঙ্গে নাচানাচি করে, স্ত্রীর পুতুলের সঙ্গে ছবি তুলে উচ্ছাস প্রকাশ করলেন। যুবকের এই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার বাসিন্দা ওই যুবকের নাম মনজিৎ। ২০২০ সালে কোমল নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। কিন্তু প্রথম থেকেই তাঁদের সম্পর্ক সুখের ছিল না। দাম্পত্যকলহ লেগেই থাকত। এর পর বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন দু'জনেই। সম্প্রতি তাঁদের বিচ্ছেদে সিলমোহর দিয়েছে আদালত। আর তার পরেই বন্ধুদের নিয়ে পার্টিতে মজেছেন মনজিৎ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Manjeet Dhakad Dhakad (@m_s_dhakad_041)
ভিডিওতে দেখা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের আনন্দে বন্ধুদের সঙ্গে বাড়ির ছাদে ফূর্তি করছেন মনজিৎ। তাঁর বিয়ের ছবি, বিয়ের তারিখ এবং বিবাহবিচ্ছেদের তারিখ লেখা একটি পোস্টারও টাঙিয়েছেন ছাদে। বন্ধুরা তাঁর গালে কেক মাখিয়েছেন। প্রাক্তন স্ত্রীর প্রতিরূপ হিসাবে একটি পুতুলও জোগাড় করেছেন। সেই পুতুলটিকে ধরেই নাচ করছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। মনজিতের কীর্তিকলাপে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।