আজকাল ওয়েবডেস্ক: একজন এমএস ধোনি ভক্ত তার বিয়েতে তার ভক্তিকে যে কোন স্তরে নিয়ে গিয়েছিলেন তার বিরাট উদাহরণ সামনে এল। তিনি একটি "চুক্তি" তৈরি করেছিলেন সেখানেই সিএসকে এবং আরসিবি ম্যাচের কথা ছিল। বিয়ের আগে সেই চুক্তিপত্র সকলের সামনে পড়ে শোনানো হয়। কিছু সময়ের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়।
সাতপাক নেওয়ার আগে মণ্ডপে বসে থাকা কনে আশিমা, হবু বর ধ্রুবের লেখা চুক্তিটি পড়ে শোনান। চুক্তির শুরুতে বলা হয়েছিল: "আমি, ধ্রুব মাজেঠিয়া, স্বাক্ষরকারী বর, এতদ্বারা ঘোষণা করছি যে, যদি আশিমা এমএস ধোনি এবং সিএসকে এবং আরসিবির ভবিষ্যতের সমস্ত ম্যাচে নিরবচ্ছিন্নভাবে উপস্থিতির অনুমতি দেন, তাহলে আমি স্বেচ্ছায়, আনন্দের সঙ্গে এবং কোনও আলোচনা ছাড়াই তার সঙ্গে সাতপাক নেব।"
হবু বউ আশিমা যখন চুক্তিটি পড়ে শোনাচ্ছিলেন, তখন বিয়ের অতিথিদের উল্লাস ছিল নজরে পড়ার মতো।
ধ্রুব ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন ক্যাপশনে: "সাত ফেরার আগে চুক্তি। সে আমাকে জীবনের জন্য আর আমি ধোনি এবং সিএসকেকে জীবনের জন্য পেয়েছি। ঠিক আছে, তাই না?"
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ধোনি ভক্তরা উচ্ছাসে ফেটে পড়েছেন। তারা জানিয়েছেন যেভাবে ধোনির ভক্তদের সংখ্যা আগেও কমেনি এখনও সেই ধারা চলছে। এখনও সকলের মনে রয়েছেন মাহি। তাকে সামনে রেখে যেভাবে এই বিয়ে হল তা প্রমাণ করে ধোনি এখনও গোটা দেশের মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে।
