আজকাল ওয়েবডেস্ক:‌ হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন কুস্তিগির ভীনেশ ফোগাত ও বজরং পুনিয়া।
বুধবারই রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন ফোগাত ও পুনিয়া। সূত্রের খবর, ফোগাত লড়তে পারেন জুলানা আসন থেকে। যে আসনের বর্তমান বিধায়ক জননায়ক জনতা দলের অমরজিত ধান্ডা। তবে পুনিয়া কোন আসনে লড়বেন তা এখনও পরিষ্কার নয়। দুই ক্রীড়াবিদ এদিন দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। 

 

 


প্রসঙ্গত, এই দুই কুস্তিগির গত বছরই খবরের শিরোনামে এসেছিলেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তাঁর পদত্যাগ দাবি করে আন্দোলনে নেমেছিলেন ফোগাত, পুনিয়া সহ আরও বহু ভারতীয় কুস্তিগির। প্রসঙ্গত, অভিযোগ ওঠার সময় ব্রিজভূষণ বিজেপির সাংসদ ছিলেন।

 


কংগ্রেস আশাবাদী এই দুই ক্রীড়াবিদ হিন্দি বলয়ে বিজেপির ভোটে থাবা বসাতে পারবেন। ২০১৪ সাল থেকে হরিয়ানা বিধানসভা বিজেপির দখলে। এছাড়া কৃষক আন্দোলনের সময় হরিয়ানার কৃষকদের সঙ্গে ছিলেন ফোগাত। গত সপ্তাহেই আবার হরিয়ানা–দিল্লি সীমান্তের শম্ভুতে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেছেন। 
প্রসঙ্গত, বিতর্কিত সিদ্ধান্তের জন্য এবার অলিম্পিক পদক হাতছাড়া হয় ফোগাতের। মাত্র ১০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাঁকে বাতিল করা হয়। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েও লাভ হয়নি।