আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের মুলুন্ড ওয়েস্টে রানওয়াল গ্রিনসয়ে অবস্থিত জনপ্রিয় পেস্ট্রি ও বেকারির দোকান থিওব্রোমা-তে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক ব্যক্তি। তাঁর দাবি, দোকানের ভিতরে পনির রোলের ট্রের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল আরশোলা। যা তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। রেডিট-এ পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘This is what we saw in Theobroma: Runwal Greens, Mulund West, Mumbai’।

ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না যে থিওব্রোমার মতো একটি জায়গায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ। আমি আর আমার বন্ধু বিকেলে এখানে গিয়েছিলাম। আর যেটা অর্ডার করতে যাচ্ছিলাম, সেখানেই আরশোলা ঘুরে বেড়াচ্ছিল। আমরা স্টাফদের জানালে ওরা আমাদের সামনেই পুরো ট্রে সরিয়ে নেয়। কিন্তু তারপর কী হয়েছে, আমরা জানি না। সাবধান থাকুন সবাই’। এই ঘটনার ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়। বহু ব্যবহারকারী কমেন্টে নিজেদের নানা অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেন।

একজন লিখেছেন, ‘আমি একবার এক ফাইন ডাইনিং রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেখানে চেয়ারে লাল পিঁপড়ে দেখা যায়। সঙ্গে সঙ্গে আমি রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে যাই। আমাদের দেশে স্বাস্থ্যবিধি কেউই গুরুত্ব দিয়ে দেখে না’। আরেকজন মন্তব্য করেন, ‘অনেক ব্র্যান্ড পরবর্তীতে নিজেদের আউটলেট গুলোর রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কোনও নজরদারি করে না। ডার্ক স্টোর বা ডেলিভারি অ্যাপগুলোর ক্ষেত্রেও একই অবস্থা’। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থিওব্রোমার তরফে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।