আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান কেউ করেন শখ মেটাতে কেউ বা নেশা করতে। অনেক সময় কেউ কেউ এত বেশি পান করে ফেলেন যে দিগ্বিদিক জ্ঞান শূণ্য হয়ে পড়েন। তেমনটাই করেছেন হায়দরাবাদের এক ব্যক্তি। গভীর রাতের গাড়িচালকদের হতবাক করে দেওয়া এক অদ্ভুত দৃশ্যে, পিভি নরসিংহ রাও এক্সপ্রেসওয়ে উপর একজন মদ্যপ ব্যক্তিকে উটে পিঠে চড়ে ঘুরতে দেখা গিয়েছে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইকরাম উল্লাহ শাহের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উট নিয়ে ব্রিজের রেলিংয়ের ধারে চলে যাচ্ছেন ওই ব্যক্তি। কখনও আবার রাস্তার মাঝখানে চলে আসছেন। আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছিল কোনও নিয়ন্ত্রণ নেই ওই ব্যক্তির। এর ফলে আরোহী এবং কাছাকাছি যানবাহন উভয়ের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ikram Ullah Shah (@ikshorts)
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইকরাম একটি বোতল থেকে জল ছিঁটিয়ে লোকটিকে থামানোর চেষ্টা করছেন, যাতে তাঁর জ্ঞান ফিরে আসে। অবশেষে তিনি এবং তাঁর এক বন্ধু উটটিকে থামিয়ে একটি ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে দেন এবং আরোহীকে নামাতে সক্ষম হন, যার ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, সড়ক নিরাপত্তা এবং প্রাণী কল্যাণ নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। অনেকেই ইকরাম এবং তাঁর বন্ধুর কাজের প্রশংসা করেছেন।
পিভি নরসিমহা রাও এক্সপ্রেসওয়ে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে মেহেদিপত্তনমের সঙ্গে যুক্ত করে। এর উপর দিয়ে সাইকেল, দুই ও তিন চাকার গাড়ি, তিন ও চার চাকার সাত আসনের গাড়ি এবং পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ।