আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নাতির হাতে খুন হতে হল দাদুকে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। খুন হয়েছেন ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও (৮৫)। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ৭০ বার কুপিয়ে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঞ্জাগুট্টা পুলিশ জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে নিজের বাড়িতেই খুন হন জনার্দন। তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই নাতি কীর্তি তেজার বিরুদ্ধে। দাদুকে আক্রমণের সময় মা বাধা দেওয়ায় তাঁর উপরেও হামলা হয়। তেজার মা-ও গুরুতর জখম হয়েছেন।
আমেরিকা থেকে পড়াশোনা সেরে দেশে ফিরে মা-কে সঙ্গে নিয়ে দাদুর সঙ্গে দেখা করতে এসেছিল তেজা। মা রান্নাঘরে জল আনতে গেলে দাদুর সঙ্গে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয় তেজার। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ই পর পর টানা ৭০ বার জনার্দনকে ছুরির কোপ মারেন তেজা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ শিল্পপতির। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে তেজা জানিয়েছে, ছোট থেকেই তাঁকে কম ভালবাসতেন দাদু। সেই নিয়ে রাগ ছিলই। সম্প্রতি তাঁকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করায় রাগের মাথায় তিনি দাদুকে খুন করেছেন। শুক্রবার ওই ঘটনার পর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। শনিবার গ্রেফতার করা হয়েছে তেজাকে।
