আজকাল ওয়েবডেস্ক: বিজেপি একযোগে আক্রমণ করল কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব সমাজের অপরাধীদের আশ্রয় দেয় বলে অভিযোগ করল গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শুধাংশু ত্রিবেদী বলেন, দুই দলের এই দুই নেতা সমস্ত ধরণের সমাজবিরোধীদের আশ্রয় দেয়। এখানেই থেমে থাকেননি তিনি।


ইন্ডিয়া ব্লকের বিভিন্ন নেতারা একে অপরের অপরাধী ঢাকার কাজও করেন বলেও দাবি করে বিজেপির এই মুখপাত্র। উত্তরপ্রদেশে লোকসভা ভোটে খারাপ ফল করেছে বিজেপি। সেখানে বিজেপির খারাপ ফলের জন্য এই দুই নেতাই দায়ী বলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। সমাজের সমস্ত ধরণের অপরাধীদের সঙ্গে এই দুই নেতার যোগাযোগ রয়েছে বলেই দাবি করেছে বিজেপি।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রতিদিনই অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখেন বলেই দাবি করেছে বিজেপি। যদিও এই অভিযোগের পাল্টা দিয়েছে কংগ্রেস শিবির। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি লোকসভা ভোটে খারাপ ফল করে এখন নানা ধরণের বাহানা করছে। কিন্তু কেন্দ্রে তাঁদের জোট বেঁধে সরকার গড়া ছাড়া উপায় ছিল না। তবে বেশিদিন এই সরকার চলবে না।