আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার জেরে বিরাট বিপর্যয় ঘটে গেল গ্রেটার নয়ডাতে। প্রায় একডজন গাড়ির পরপর সংঘর্ষ। কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে সেখান থেকে সামনের গাড়ি প্রায় দেখা যাচ্ছিল না। সেখান থেকেই ঘটে যায় এই বিপত্তি। দাদরি পুলিশ স্টেশন এলাকার চক্রসাইনপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা হয়। 


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে গোটা এলাকায় প্রচুর কুয়াশা ছিল। গাড়ির গতিও অনেকটা ধীরে ছিল। তবে তারপরও দুর্ঘটনা থেকে রেহাই মেলেনি। এই দুর্ঘটনার জেরে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলেও খবর মিলেছে। তাদেরকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাশাপাশি যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে। এই এলাকায় গাড়ির গতি থাকে ৭৫ থেকে ৬০ কিলোমিটার। তাকে অনেকটাই কমিয়ে নিয়ে আসা হয়েছে।

 


পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়েতে লম্বা যানজট তৈরি হয়। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি ডিভাইডারের উপরে উঠে গিয়েছে এবং অন্য একটি গাড়ি ট্রাকের নীচে আটকে আছে। পুলিশ ও টোল প্লাজার কর্মীরা ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।


এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে রাজধানী এলাকার ভয়াবহ দূষণ ও কুয়াশাকে দায়ী করা হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, এ দিন সকালেও নয়ডার বাতাসের গুণমান সূচক ছিল ৪৪৯। এটা ‘সিভিয়ার’ অর্থাৎ, ‘গুরুতর’ ক্যাটেগরিতে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌতম বুদ্ধ নগরের ট্রাফিক পুলিশ অবিলম্বে নতুন নির্দেশিকা জারি করে। যমুনা এবং নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে হালকা যানবাহনগুলির জন্য সর্বোচ্চ গতি ৭৫ কিমি/ঘণ্টা এবং ভারী যানবাহনগুলির জন্য ৫০-৬০ কিমি/ঘণ্টায় বেঁধে দেওয়া হয়েছে। চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।