আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পথদুর্ঘটনা! বৃহস্পতিবার রাতে একটি গাড়ি কয়েকজন পথচারীদের ধাক্কা দেয়। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত হন এক মহিলা। জখম আরও তিন পথচারী। মত্ত অবস্থায় এক যুবক গাড়িটি ড্রাইভ করছিল বলেই খবর মিলেছে। এখানেই শেষ না, দুর্ঘটনা ঘটিয়ে চালক গাড়ি থেকে নেমে উল্লাস চিৎকার করতে করতে বলে ওঠেন ' হয়ে যাক আরও একবার'। গুজরাটের
ভদোদরায় ঘটনাটি ঘটেছে।
ভদোদরার করলবাগ অঞ্চলে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অতি দ্রুততার সঙ্গে এসে একটি চলন্ত স্কুটি এবং কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। জখম ব্যক্তিদের কোনওরকমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্কুটিটি চালাচ্ছিলেন এক মহিলা। চারচাকার গাড়িটি ধাক্কা মারায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আরও জানা গিয়েছে, মৃত মহিলার নাম হেমালিবেন প্যাটেল। ঘটনার জেরে আরও চার পথচারী জখম হয়েছে বলেই খবর। তাঁদের মধ্যে রয়েছে ১০ বছরের শিশুও। শিশুটির পরিবারের খোঁজ করছে পুলিশ।
দুর্ঘটনার দৃশ্যটি রাস্তা ধারের সিসিটিভিতে রেকর্ড হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি সমাজমধ্যেমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত চারচাকা চালকের পরণে ছিল কালো টিশার্ট। দুর্ঘটনার ঘটনা পর চালক মাঝরাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছেন। অভিযুক্ত চালকের এই আচরণ সকলকেই অবাক করেছে।
