আজকাল ওয়েবডেস্ক: মেয়ের প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের ঘটনায় তোলপাড় আলিগড়। সেই কাটার আগেই প্রকাশ্যে আরও এক ঘটনা। এবার এক মেয়ের শ্বশুরের সঙ্গে পালিয়ে গেলেন এক মহিলা! ঘটনাটি উত্তরপ্রদেশের বাদাউঁরে। চার সন্তানের জননী, স্ত্রীকে খুঁজে না পেয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার স্বামী। এরপরই পুরো ঘটনা সামনে এসেছে।
পুলিশের খবর অনুসারে, চার সন্তানের জননী মমতা (৪৩) সিভিল লাইনস থানার বাসিন্দা শৈলেন্দ্রর (৪৬) সঙ্গে গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
মমতার স্বামী সুনীল কুমার সিং পেশায় একজন ট্রাক চালক। সুনীল প্রায়শই দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে থাকতেন। অভিযোগপত্রে সুনীল দাবি করেছেন যে, তিনি সন্দেহ করেছিলেন যে- তাঁর স্ত্রী মমতা গত প্রায় এক বছর ধরে তাঁদের মেয়ের শ্বশুড় শৈলেন্দ্রের সঙ্গে সম্পর্কে ছিলেন। ১১ এপ্রিল মমতা, শৈলেন্দ্রকে ফোন করেন এবং দু'জনে একসঙ্গে পালিয়ে যান। এরপরই মমতার স্বামী সুনীল সিং তাঁর স্ত্রী ও মেয়ের শ্বশুড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মমতার ছেলে শচীন তাঁর বাবার বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর মা প্রায়শই শৈলেন্দ্রকে ফোন করতেন এবং তাঁর বাবা যখন বাইরে থাকতেন তখন তাদের বাড়িতে শৈলেন্দ্রের সঙ্গে সময় কাটাতেন।
দাতাগঞ্জ সার্কেল অফিসার (সিও) কে কে তিওয়ারি জানিয়েছেন যে, পুলিশ মমতা এবং শৈলেন্দ্রকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।
