আজকাল ওয়েবডেস্ক: গুলফাম সিং যাদব। বয়স ৬৬। প্রায় দু’ দশক ধরে উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরের একগুচ্ছ দায়িত্ব পালন করেছেন। সম্ভলে বিজেপির পশ্চিম উত্তরপ্রদেশের পূর্বাঞ্চচলের সহ-সভাপতি ছিলেন। ২০০৪-এ ভোট লড়াছেন খোদ মুলায়ম সিং যাদবের বিপরীতে। গুলফামের মৃত্যুতে গোবলয়ের রাজনীতিতে জোর জল্পনা। উঠে আসছে খুন, ষড়যন্ত্রের তত্ব।

যোগী রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের মধ্যে অবশ্যই অন্যতম গুলফাম। সোমবার তাঁর মৃত্যুর পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক হারে। কারণ, প্রাথমিকভাবে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গুলফামের পেটে আচমকা বিষ ইঞ্জেকশন প্রয়োগ করে চম্পট দেয় দুষ্কৃতিরা। 

ঘটনা সোমবারের। জানা গিয়েছে গুলফাম সেই সময় নিজের বাড়িতেই ছিলেন। কয়েকজন তাঁর সঙ্গে সাক্ষাতের কারণে এসেছিলেন। কথোপকথন শেষে তাঁদেরই একজন জল চান।  বর্ষীয়ান নেতা জল দেনও, তারপরেই নাকি তাদেরি একজন তাঁর পেটে ইঞ্জেকশন দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তারপরেই অসুস্থ বোধ করতে শুরু করেন বিজেপি নেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর।

 পুলিশ বিষাক্ত ইঞ্জেকশনের কথা জানিয়েছে প্রাথমিক তদন্তের পর। যদিও এখনও নেতার ময়নাতদন্তের রিপোর্ট আসেনি, পুলিশ জানিয়েছে ওই রিপোর্টের পর আরও স্পষ্ট হবে বিষয়টি।