আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২ মিটার খোঁড়া বাকি। উত্তরকাশীর টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিকের আরও কাছাকাছি পৌঁছে গেছে উদ্ধারকারী দল। তবে তাঁদের উদ্ধার করতে এখনও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। এমনটাই জানালেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আটা হাসনাইন বলেন, "আমরা ৫৮ মিটারে পৌঁছে গিয়েছি। আশা করছি যে ২ মিটার বাকি আছে, সেটা আমরা দ্রুত পেরিয়ে যেতে পারব। যাঁরা টানেলের মধ্যে আছেন, তাঁরা জানিয়েছেন যে কাজকর্মের আওয়াজ শুনতে পারছেন।"
উদ্ধারকাজ শেষ হলে টানেলের বাইরে অস্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হবে শ্রমিকদের। এরপর ৩০ কিলোমিটার দূরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তৈরি করা হয়েছে গ্রিন করিডোর। সুড়ঙ্গের বাইরে প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুল্যান্স। উত্তরকাশী জেলা হাসপাতালে ৪১টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক শয্যায় রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। কোনও শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হৃষীকেশ এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চপার রয়েছে।